সীতাকুণ্ডের আমিরাবাদের ইব্রাহিম বাঁচতে চায়
প্রকাশিত : ১৪:২৩, ১ সেপ্টেম্বর ২০২২

মো. ইব্রাহিম। পেশায় একজন ব্যাটারী চালিত রিক্সা চালক। সংসারে স্ত্রী, ২ মেয়ে, ১ ছেলেসহ ৬ জন। গভীর রাত পর্যন্ত রিক্সা চালিয়ে সংসারের ঘানি টানছিলেন এতো দিন। গত ২৮ মে রাত ১টায় রিক্সাসহ রাস্তায় পাশে পড়ে যান। এতে মারাত্নকভাবে আহত হন তিনি।
২৩ জুন পর্যন্ত চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে অর্থোপেডিকস এন্ড ট্রমাটোলজি বিভাগে চিকিৎসাধীন ছিলেন। কিন্তু টাকার অভাবে ঠিকভাবে ঔষধ সেবন এবং অপারেশন করতে না পারায় তার বাম হাতের ২টি আঙ্গুল কেটে ফেলতে হয়েছে এবং ডানপায়ে পঁচন ধরেছে। মাত্র ১ লক্ষ টাকা হলে মো. ইব্রাহিমের সু-চিকিৎসা হবে।
ডাক্তার বলেছেন, তা না হলে তার পা কেটে ফেলতে হবে। মো. ইব্রাহিমের বাড়ী সীতাকুণ্ড পৌরসভার ৭নং আমিরাবাদ ওয়ার্ডে।
যোগাযোগ ও সাহায্য করতে বিকাশ: ০১৭৯০৪৭৩১৩৩
মানবিক কারণে সমাজের বিত্তবানদের এগিয়ে আসার জন্য ইব্রাহিম আর্জি জানিয়েছেন।
এসএ/
আরও পড়ুন